২৯ মার্চ নড়াইলে অগ্নিবীণার অনুষ্ঠান উপলক্ষে লোহাগড়া রিপোর্টার্স ইউনিটিতে প্রস্তুতি সভা

0
551

নড়াইল প্রতিনিধিঃ আগামী ২৯ মার্চ নড়াইলে অগ্নিবীণার অনুষ্ঠান সফল করার লক্ষে শুক্রবার (২৪ মার্চ) সকাল ১১টায় লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি বিএম আহসানউল্লাহ বাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান অগ্নিবীণা এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্ষিয়ান সাংবাদিক এইচ এম সিরাজ। বিশেষ অতিথি সাংবাদিক এ্যাড. আব্দুস ছালাম খান, অগ্নিবীণা নড়াইল জেলা সংসদের সভাপতি কবি মাহাবুবার রহমান মিঠু, কবি ও সমাজসেবক লিয়াকত হোসেন বিষয়ের ওপর বক্তব্য রাখেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এস এম আলমগীর কবির, রেজাউল করিম, পার্থ চক্রবর্ত্তী, রাবেয় জাহিদ, জনী চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি এইচ এম সিরাজ বলেন, ‘নড়াইল সাহিত্য পরিষদ ও রবিসংকর সঙ্গীত বিদ্যালয়’ এর নামে ২০০৯ সালে তৎকালীন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন একখন্ড সরকারি জমি রেজিস্ট্রি করে দেন। কিন্তু দুভাগ্য জনক ভাবে স্থানীয় কবি সাহিত্যিকদের অনৈক্য ও অমনোযোগের কারণে সে জমিতে আজও প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এ বিষয়টিকে সামনে রেখে মহান এই স্বাধীনতার মাসে ২৯ মার্চ বিকাল সাড়ে ৩টায় নড়াইল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে একটি সমৃদ্ধ অনুষ্ঠান করতে যাচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করবেন নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সোহরাব হোসেন বিশ^াস এবং সভাপতিত্ব করবেন নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথির বক্তব্য দিবেন নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। এ অনুষ্ঠানে খুলনা বিভাগের ৬ জন গুনি ব্যাক্তিকে মহান স্বাধীনতা স্বারক শীর্ষক সম্মাননা প্রদান করবে অগ্নিবীণা। সংবর্ধিত গুনিজন এ সময়ের আলোকিত ও সাহসী কবি নজরুল ইনষ্টিটিউট উপ-পরিচালক রেজাউদ্দিন স্টালিন, খুলনার উপ ভূমি কমিশনার সাহিত্যিক ও গবেষক এস এম রইজ উদ্দিন আহম্মদ, কবি-নাট্যকার ও সমাজসেবক ড. মোঃ আবুল হাসান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম মামুন উজ্জামান, নড়াইলের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল কাদের জসিম ও যশোর উলুম খাদেমুল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুর রহমান। এ অনুষ্ঠান সফল ও সার্থক করতে নড়াইলের সকল কবি, সাহিত্যিক, শিক্ষাবীদ ও সাংবাদিকদের উপস্থিত থাকতে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here