২ থেকে ৬ সেপ্টেম্বর যশোর পৌরসভার ৬,৭,৮ নং ওয়ার্ডের নতুন ভোটার গনের ছবি তোলার কার্যক্রম

0
480

বিশেষ প্রতিনিধি : যশোর পৌরসভার নতুন ভোটারগনের ছবি তোলার কার্যক্রম চলমান রয়েছে। রোববার ১ সেপ্টেম্বর পৌরসভার ৫ নং ওয়ার্ডের নতুন ভোটারগনের ছবি তোলার কার্যক্রম মুসলিম একাডেমী স্কুলে শেষ হয়েছে। সোমবার ২ সেপ্টেম্বর পৌরসভার ৬ নং ওয়ার্ডের নতুন ভোটারগনের ছবি তোলার কার্যক্রম শুরু হবে। সকাল ৯ টা হতে যশোর মুসলিম একাডেমী স্কুলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়ে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত চলবে বলে সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন,সোমবার ২ সেপ্টেম্বর যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইসমাইল কলোনী,চাঁচড়া রাজবাড়ী,চাঁচড়া রায়পাড়া,টাউনহল ও পাওয়ার হাউজ এলাকা,নীলরতন ধর রোডের দক্ষিনাংশ ষষ্টিতলা পাড়া, পোষ্ট অফিস পাড়া, রাজা বরদাকান্ত রোডের পূর্বাংশ নতুন ভোটারগনের ছবি তোলার কার্যক্রম অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ও ৪ সেপ্টেম্বর পৌর সভার ৭ নং ওয়ার্ডের নতুন ভোটার গনের ছবি তোলার কার্যক্রম যশোর এমএসটিপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ৩ সেপ্টেম্বর দেশবন্ধু চিত্ত রঞ্জন ও টিবি ক্লিনিক,নিউ রাম কৃষ্ণ আশ্রম সড়কের পশ্চিম,ফুড গোডাউন চিরনীকল,বেজপাড়া শংকরপুর আশ্রম সড়কের পূর্বাংশ,বেজপাড়া শংকরপুর আশ্রম সড়কের পশ্চিমাংশ রেলরোড,বেজপাড়া শংকরপুর কবরখানা এলাকা ও ৪ সেপ্টেম্বর শংকরপুর ইসহাক সড়কের পূর্বাংশ বেহারা ও জমাদার পাড়া, শংকরপুর ইসহাক সড়কের পশ্চিমাংশ,শংকরপুর চোপদার বোর্ডের পশ্চিমাংশ ও শংকরপুর নিউ রাম কৃষ্ণ সড়কের পূর্বাংশ। ৫ ও ৬ সেপ্টেম্বর যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কার্যক্রম এমএসটিপি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর কোতয়ালি মসজিদ এলাকা,নিউ বেজপাড়া রোডের পূর্বাংশ,নিউ বেজপাড়া রোডের পশ্চিমাংশ ও নলডাঙ্গা রোডের দক্ষিনাংশ এলাকার নতুন ভোটারগনের ছবি তোলার এবং ৬ সেপ্টেম্বর পিয়ারী মোহন রোড,বেজপাড়ার উত্তরাংশ পূজার মাঠ ও মেইন রোড,বেজপাড়া মসজিদ বাড়ী রাস্তার পশ্চিমাংশ ও রবীন্দ্রনাথ সড়কের দক্ষিণাংশ এলাকার নতুন ভোটারগনের ছবির তোলার কার্যক্রম চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here