৩১শে আগস্ট যশোরে সম্বর্ধনা দেওয়া হয় বঙ্গবন্ধুকে

0
433

আরকাইভ থেকে : আজ থেকে ৫১ বছর আগে (৩১ আগষ্ট ১৯৬৯) এ দিনে যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সম্বর্ধনা দেওয়া হয়েছিল যশোর টাউন হলে। তিনি এসেছিলেন ৩০ আগষ্ট সন্ধ্যায়।
(শ্রদ্ধাভাজন, বর্ষিয়ান রাজনীতিবীদ এ্যাড.মশিয়ুর রহমান সাহেব ও এ্যাড.রওশন আলী সাহেব রা) মুজিব ভাই এর সাথে দেখা
করতে চান আলী মঞ্জিলে।বাড়ীতে তখন অনেক মাুনুষ মুহুর্তের মধ্যে পরিবেশ কেমন যেন পাল্টে গেল। একথা শুনে ৬ দফার পক্ষের মানুষ গুল ফুসে উঠেছিলেন এবং উনাদের বক্তব্য ছিল
বাঙালির মুক্তির সনদ ৬ দফাকে বিরোধিতা ও
মুজিব ভাইকে জেলে রেখে যারা পাকিস্তান
ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) এ যোগ দিতে
পারে তাদের সাথে কোন কথা হতে পারেনা। এমন পরিস্হিতিতে নেতকর্মীদেরকে শান্ত করে
সবাইকে সাথে করে বঙ্গবন্ধু দলীয় অফিস আলী
মঞ্জিলে গিয়েছিলেন। সেখানে উনার উপস্হিতিতে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে। এক
পর্যায়ে উনার হস্তক্ষেপে কিছুটা শান্ত হলে পিডিএম পন্হীরা বঙ্গবন্ধুর কাছে নতি স্বীকার
করে পিডিএম থেকে পদত্যাগ করে দলের সাধারন সদ্স্য পদ গ্রহণ করেছিলেন এবং ৩১
তারিখের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্হিত হয়েছিলেন। এটা ৬৬’র ৬ দফা আন্দোলন থেকে ৬৯’ এর গণঅভ্যুত্থান ও বঙ্গবন্ধুর সম্বর্ধনা দেওয়ার আগ পর্যন্ত যশোর আওয়ামী লীগের
প্রকৃত ইতিহাস। শোকের এ মাসে বাঙালি জাতির
সর্বকালের সর্বশ্রেষ্ঠ অকৃত্রিম বন্ধু জাতির জনকের প্রতি শোক ও গভীর শ্রদ্ধা।

সাজেদ রহমানের ফেসবুক থেকে