৪র্থ আন্তর্জাতিক ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ পদক তালিকায় শীর্ষে বাংলাদেশ

0
99

ক্রীড়া প্রতিবেদক : যশোরে শুক্রবার জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে উদ্বোধন করা হয় ৪র্থ আন্তর্জাতিক ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপের। আজ শনিবার প্রতিযোগিতার শেষ দিন। এ তথ্য লেখা পর্যন্ত প্রতিযোগিতা সম্পন্ন করতে পারেনি আয়োজকরা। তবে আনুষ্ঠানিক ভাবে অতিথিরা কিছু পুরস্কার দিয়েই মঞ্চ ত্যাগ করেন। সর্বশেষ প্রাপ্ত পদক তালিকায় শীর্ষে বাংলাদেশ। তারা ২২টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ৩৭টি ব্রোঞ্জ পদক পেয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল। তারা চারটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক জয় করেছে। তৃতীয় স্থানে ভারত। তাদের অর্জন একটি স্বর্ণ, দু’টি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ পদক।
বিজয়ীদের মাঝে পদক বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির টেকনিক্যাল ডাইরেক্টর তেতসুরো কিতামুরা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য রায়হান সিদ্দিকী প্রবাল, কারাতে পরিষদের যুগ্ম সম্পাদক এমরান হোসেন টুটুল।