৬ মাস পূর্বে রেজিষ্ট্রেশন কার্ড পেলেও এসএসসি পরীক্ষার মাত্র এক দিন আগে বয়স নাম ছবি ও বিষয় সংশোধনের হিড়িক

0
297

এম আর রকি : সোমবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। অথচ পরীক্ষার আগের দিন রোববার ২ ফেব্রুয়ারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে এসএসসি পরীক্ষার্থীর ছবি, বয়স,নাম,বিষয় সংশোধনের কার্যক্রম ঠিকঠাকের কাজ হয়েছে। অথচ বিগত ৬ মাস পূর্বে রেজিষ্ট্রেশন কার্ড শিক্ষা বোর্ড থেকে স্ব স্ব স্কুলে পৌছে দেওয়ার পরও এই ভূল সঠিক করতে পরীক্ষার আগের দিন বোর্ডে অভিভাবক, পরীক্ষার্থী ও তাদের আত্মীয়স্বজন আসায় বোর্ডের কর্মকর্তাদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর জন্য বোর্ড কর্মকর্তারা বিদ্যালয় গুলোর অদক্ষ শিক্ষকদের দায়ী করেছেন।
বোর্ডে রোববার সরেজমিনে গিয়ে দেখাগেছে,সোমবার ৩ ফেব্রুয়ারী সারাদেশের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। অথচ রোববার পরীক্ষার আগের দিন সকাল থেকে এসএসসি পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ডে বয়স,নাম,বিষয়,ছবি সংশোধনের জন্য বিদ্যালয়ের শিক্ষক,পরীক্ষার্থী ও অভিভাবকদের ভীড় করতে দেখা গেছে। তারা বোর্ডের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার কাছে গিয়ে জানান, এসএসসি পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ডে সব ঠিক থাকলেও এডমিট কার্ডে হিন্দু ধর্মের শিক্ষার্থীর কার্ডে মুসলিম ধর্ম ও কোর্ড এসেছে।তাছাড়া,রেজিষ্ট্রেশন কার্ডে পরীক্ষার্থীর ছবি না এসে অন্য শিক্ষার্থীর ছবি,বয়স জুনিয়র স্কুল সার্টিফিকেট অনুযায়ী না এসে ও নামের বানান এসেছে ভূল। এসএসসি পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ড বিদ্যালয় গুলোতে বিগত ৬ মাস পূর্বে পৌছে দেওয়া হলেও সেই সময় ঠিক না করে পরীক্ষার আগের দিন ঠিক করতে পরীক্ষার্থী,পরীক্ষার্থীর অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকেরা বোর্ডে ভীড় করেন। বোর্ডের কর্মকর্তা এই ভূলের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ও বিদ্যালয়ের মনোনীত কম্পিউটার কাজকর্মকারী ব্যক্তির উদাসীনতা ও অবহেলাকে দায়ি করেছেন। একজন পরীক্ষার্থীর সকল কার্যক্রম সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে অর্ন্তভূক্ত করে বোর্ডে পাঠানো হয়েছে। বোর্ডের কম্পিউটার বিভাগে কর্মরতরা বিদ্যালয় থেকে আগত মেসেজ সেভ করেছেন। তারপর উক্ত পাঠানো তথ্য থেকে প্রিন্ট করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কাছে পৌছে দেন রেজিষ্ট্রেশন কার্ড। যা ভূল হয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ও বিদ্যালয়ের মনোনীত কম্পিউটার ব্যক্তির মাধ্যমে হয়েছে। রেজিষ্ট্রেশন কার্ডের উপর ভিত্তি করে পরীক্ষার্থীর প্রবেশপত্র ছাপানো হয়েছে বলে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। অপর একটি সূত্র বলেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে সোনালী সেবা (ই-সেবা) নেওয়ার পর ব্যাংকে চালানের মাধ্যমে পরীক্ষার বিষয় পরিবর্তনসহ অন্যান্য কার্যক্রম সঠিক করতে টাকা জমা দেওয়ার পরও পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ডে ভূল এসেছে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী অনেক শিক্ষার্থীর অভিভাবকগন।