৭জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে নতুন বই দিলেন অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান

0
395

নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি এমএম কলেজের আরো ৭জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে একসেট করে নতুন বই দিলেন অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান। এর আগে আরো ৪জন শিক্ষার্থীকে নতুন বই দেয়া হয়েছিল। বই দেয়ার সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল কাওসার, শিক্ষক পরিষদের সম্পাদক এআইএম শরীফ হোসেন, যুগ্মসম্পাদক আরএম জাকারিয়া সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান সুধী রঞ্জন দাস প্রমুখ। বইপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, এইচএসসি বিজ্ঞান শাখার ছাত্র মুজাহিদ উদ্দীন, বাণিজ্য শাখার জয়দেব দাস, হাসিবুল হোসেন, রাকিব হোসাইন, সুব্রত কুমার দে, বিজ্ঞান শাখার ছাত্রী শামীমা ইয়াসমিন মিমি। এ ব্যাপারে অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান বলেন, কলেজে যেসব শিক্ষার্থী দরিদ্র অথচ মেধাবী তাদেরকে বই দেয়া হচ্ছে। বইয়ের অভাবে কোনো শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত যাতে না হয়।

SHARE
Previous articleমা হলেন সানি লিওন
Next articleবাঁচানো গেলো না রাজলক্ষ্মীকে
সম্পাদক-বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, প্রকাশক-ফয়সাল ফারুকী অমি, প্রধান সম্পাদক - জাহিদ হাসান টুকন, নির্বাহী সম্পাদক-সাকিরুল কবীর রিটন বার্তা সম্পাদক-ডি এইচ দিলসান। নিউজ রুম ই-মেইল-magpienews24@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here