৯০ সেকেন্ডে রক্তপাত বন্ধের উপায় আবিস্কার

0
487

লাইফ স্টাইল ডেস্ক : দেড় মিনিটেই রক্তপাত বন্ধ করতে সক্ষম এমন স্পঞ্জ আবিস্কারের দাবি করেছেন ভারতের বেঙ্গালুরুর দুই বিজ্ঞানী এম এস সন্তোষ এবং দিবাকর এম বি। কার্বক্সাইল-লিঙ্কড গ্রাফিন স্পঞ্জ (ডিএপিজিএস) নামক এই স্পঞ্জ গভীর ক্ষতস্থানে প্রয়োগ করলে ৯০ সেকেন্ডের মধ্যেই রক্তপাত কমে যাবে বলে দাবি করছেন গবেষকরা। খবর আনন্দবাজারের।

ভারতের জ্যোতি ইনস্টিটিউট অব টেকনোলজির সেন্টার ফর ইনকিউবেশন, ইনোভেশন, রিসার্চ অ্যান্ড কনসালটেন্সির গবেষণাগারে সন্তোষ এবং দিবাকর এমন স্পঞ্জটি তৈরির দাবি করেছেন।

গবেষক সন্তোষ জানান, যুদ্ধক্ষেত্রে সেনাদের কথা মাথায় রেখেই এই বিশেষ স্পঞ্জ তৈরি করেছি আমরা। যা খুব সহজেই রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে।

ক্রস লিঙ্ক গ্রাফিন মেটিরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এই স্পঞ্জ। যাতে থাকে দ্রুত শুষে নেওয়ার ক্ষমতা। পাশাপাশি এই স্পঞ্জে থাকে মেডিক্যাল অ্যামাইনো অ্যাসিড এবং বায়োকম্পাটিবল প্রোটিন। যা যে কোনও ধরনের সংক্রমণের হাত থেকে ক্ষতস্থানকে রক্ষা করে।

গবেষক দিবাকরের দাবি, ডিএপিজিএস স্পঞ্জ শুধু ভাল আর দ্রুত কাজ করে তাই নয়, এর দামও বেশ সস্তা। খুব শীঘ্র ভারতের বাজারে আসবে স্পঞ্জটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here