দাবি আদায়ে ফের রাস্তায় গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীরা

0
558

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে আবারও সড়ক অবরোধ করেছে কলেজের শিক্ষার্থীরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিলে মিরপুর রোড, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেটের ১ নম্বর গেটের পাশের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে, গত ১১ মার্চ তারা সড়ক অবরোধ করেছিল।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে তারা অনেকদিন ধরে আন্দোলন করে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানকে ইনস্টিটিউটের আওতায় আনতে হলে সহশিক্ষা কার্যক্রম চালু করতে হবে। পরে সহশিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, স্মারকলিপি দেয়ার সময় তাদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাই তারা রাস্তায় নেমেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here