0
1161

পৃথিবী নামের গ্রহটিতে আর যাবো না
কাজী রকিবুল ইসলাম

একটি আত্মা ঘুরছে এদিক ওদিক ছুটছে
দ্বিতীয় একটি আত্মা দেখে প্রশ্ন করছে,
কি খুঁজচ্ছ? কাকে ? প্রথম আত্মা বলে;সৃষ্টিকর্তাকে !
কেনো ? আমি আর পৃথিবী নামের গ্রহটিতে যাবো না।
সেখানে লাশের বিচার চাইতে হয় লাশকে !
গুম হয়েছি-হত্যা ! তা কেউ জানে না,
পেট কেটে ইট বেধে নদীতে ফেলে দেয় !
কিছু দিন পরে ভেসে উঠে, আমাকেই
চাইতে হয় আমার হত্যার বিচার, কি আজব কারবার !
কেউ দেয়নি আমার কোনো খবর। মিডিয়া বা গোয়েন্দা,
কারো কোনো হাজিরা খাতায় হয়নি এ্যাবসেন্ট ???
সেই গ্রহে আমি যাবো না। যে গ্রহে আছে এরশাদ শিকদার
আরো আছে কিছু প্রশাসনিক তথাকথিত কর্মকর্তা, তাদের
সকলের কার্যক্রম প্রায় একই। যে গ্রহে নারীকে ধর্ষণ-হত্যা করে !
তার বিচার চাইতে-করতে হয় মানববন্ধ ! যে গ্রহে ঘোষণা দিয়ে
পুড়িয়ে দেয় বাড়ি-ঘর,ঐ গ্রহে সকলেই সকলের পর।
চেনা যায় না-গ্রহের কে কার আপন-পর !
পৃথিবী নামের সে গ্রহে বাঁধবো না আর ঘর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here