প্রস্তুত যশোর কেন্দ্রীয় ঈদগাহ, জামাত ৮ টায়

0
1331

নিজস্ব প্রতিবেদক : যশোর পৌর মেয়রের ঐকান্তিক প্রচেষ্টায় প্রস্তুত যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। বরাবরের মতো এবারো কেন্দ্রীয় ঈদগাহে যশোরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বুধবার সকাল ৮টায় এখানে জামাত হবে।
বৃহস্পতিবার সন্ধায় যশোর সার্কিট হাউজে যশোর জেলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটির মিটিং এ এ সময় নির্ধারণ করা হয়। এ সময় যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপত্বি আরো উপস্থিত ছিলেন, এডিসি সার্বিক মোঃ হুসাইন শওকত, কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবিরসহ আরো অনেকে।

গত কয়েক বছর বৈরী আবহাওয়ার কারণে যশোর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা। এসব দিক বিবেচনা করে এবার পুরো ঈদগাহ ত্রিপল দিয়ে ছেয়ে ফেলা হয়েছে। ফলে মাঠে কাদা-পানি নেই। মুসল্লিদের সুবিধার জন্য পুরো মাঠজুড়ে দুইশরও বেশি সিলিং ফ্যান টানানো হয়েছে।
জেলা ইমাম পরিষদ বলছে, কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও এবার শহরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বর্ষার কারণে অনেক খোলা মাঠে কাদা-পানি জমে থাকায় পাশের মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

যশোর শহরের কারবালা জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল সোয়া আটটায়, দ্বিতীয় জামাত সকাল নয়টায়। যশোর উপশহর মার্কাজ মসজিদে ঈদের জামাত হবে সকাল আটটায়। আমিনিয়া আলিয়া মাদরাসায় সকাল আটটায় অনুষ্ঠিত হবে ঈদজামাত।
এছাড়া দড়াটানা মসজিদ, চেšরাস্ত জামে মসজিদ, পুলিশ লাইন মসজিদ, রেলগেট মসজিদে ঈদের বড় জামাতগুলো হবে। মণিহারের কাছে বাসস্ট্যান্ড ট্রাফিক মোড়ে এবং যশোর রেলস্টেশন প্লাটফর্মের ওপরেও দুটি জামাত হবে।
ঈদের জামাত শেষে পশু কুরবানি করবেন সামর্থবান মুসলিমরা। সে কারণে জামাতগুলোর সময় বেশ সকালের দিকে। খড়কী কবরস্থান জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত হবে।
ঈদের জামাতকে নির্বিঘ্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। জেলা পুলিশ প্রশাসনের সূত্রে জানা গেছে, বিশেষ করে যশোর কেন্দ্রীয় ঈদগাহের প্রবেশ পথে পুলিশের বিশেষ টিম মুসল্লিদের যাতায়াতের দিকে নজর রাখবে। এছাড়া বড় জামাতগুলোর আশপাশে পুলিশ মোতায়েন থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here