যশোরে অর্থনীতি সমিতি বাজেট প্রস্তাবনা উপস্থাপন

0
1138

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতি বাজেট প্রস্তাবনা ২০১৯-২০ উপস্থাপন করেছে। শনিবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে বাজেট পেশ করা হয়।
বাজেট উপস্থাপন করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য অধ্যক্ষ (অব.) পাভেল চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য সুকুমার ঘোষ ও উপাধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন সরকার, অধ্যক্ষ শাহীন ইকবাল, অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস প্রমুখ।
বাজেট বক্তব্যে বলা হয়, বাংলাদেশ অর্থনীতি সমিতি উচ্চ প্রবৃদ্ধি নিশ্চিতের পক্ষে। উচ্চ প্রবৃদ্ধি যেন গণমানুষের বহুমুখী বৈষম্য হ্রাসে কাজ করে- আমরা তা নিশ্চিত করার পক্ষে। আমরা অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি হারের পক্ষে কিন্তু উচ্চ হারে বৈষম্য বৃদ্ধির বিপক্ষে। জনবহুল বাংলাদেশে আমরা তারুণ্যের শক্তিকে প্রকৃত সম্পদে রুপান্তর করার পক্ষে; আমরা মানব সংখ্যাকে মানব সম্পদে রুপান্তর করতে চাই। আমরা জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধ আলোকিত মানুষ সৃষ্টির পক্ষে। আমরা কর্মসংস্থান বিমুখ প্রবৃদ্ধির পক্ষে নই। আমরা ব্যাপক কর্মসংস্থান-মধ্যস্থতাকারী প্রবৃদ্ধির পক্ষে। আমরা বঙ্গবন্ধুর চেতনার ‘ দেশজ উন্নয়ন দর্শনের’ পক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here