বেনাপোলে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত

0
350

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারী) দুপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর আওতায়
বেনাপোল পৌর অডিটোরিয়ামে এসভা অনুষ্ঠিত হয়।

ব্রাকের সিনিয়ার জেলা ব্যবস্থাপক আশরাফুল ইসলামের সভিপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন বেনাপোল পৌর প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু, এসময় স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মতামত ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর কাউন্সিলর কামরুন্নাহার আন্না, জব্বার আলী, মিজানুর রহমান, বেনাপোল পৌর নগর সমন্বয় কমিটির সদস্য শুকুমার দেবনাথ, ব্র্যাকের শার্শা উপজেলা শাখা প্রগ্রামার জাহানারা খাতুন, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে দালাল চক্রের হাতে প্রতিবছর দেশের বিভিন্ন সীমান্ত পথে প্রায় ৫০ হাজার নারী, শিশু পাচারের শিকার হচ্ছে। অসহায়দের কর্মসংস্থান সৃষ্টি,
প্রশাসনিক নজরদারী আর জনসচেতনতা বৃদ্ধি কমাতে সহায়ক হবে পাচার কার্যক্রম।