অভয়নগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট শ্রীধরপুরকে হারিয়ে নওয়াপাড়া পৌরসভা চ্যাম্পিয়ন

0
221

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব-১৭ বালক) ফাইনালে শ্রীধরপুর ইউনিয়নকে হারিয়ে নওয়াপাড়া পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের ৩৫ মিনিটে পৌরসভার ১১নং জার্সিধারী খেলোয়াড় বায়েজিদ দলের পক্ষে প্রথম গোল করেন। দ্বিতীয়ীর্ধের ৬ মিনিটে শ্রীধরপুরের ১০নং জার্সিধারী খেলোয়াড় বিপ্লব সমাজপতি দলের পক্ষে সমতাসূচক গোল করেন। ২৭ মিনিটে পৌরসভার ৮নং জার্সিধারী খেলোয়াড় অনিক দলের পক্ষে ২য় গোল করেন। খেলার শেষ মিনিটে পৌরসভার প্রথম গোলদাতা বায়েজিদ নিজের ২য় ও দলের পক্ষে ৩য় গোল করেন। সেরা খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন দল নওয়াপাড়া পৌরসভার ৭নং জার্সিধারী রিয়াজকে পুরস্কৃত করা হয়। নির্ধারিত সময়ে খেলা শেষ হলে নওয়াপাড়া পৌরসভা ৩-১ গোলে শ্রীধরপুর ইউনিয়নকে হারিয়ে চতুর্থবারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলো শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে শাহ্ হাদীউজ্জামান স্বাধীনতা মঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. নাসির উদ্দিন, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, পিআইও মুশফিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম প্রমুখ।