পদত্যাগের আগে ইউক্রেন নিয়ে যা বলে গেলেন বরিস জনসন

0
146

অনলাইন ডেস্ক : সরকার ও দলে নজিরবিহীন চাপে পড়ে দলীয় প্রধানের পদ তথা প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার বরিস জনসন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে ইস্তফা দেন।

পদত্যাগ বক্তৃতায় বরিস জনসন ইউক্রেন নিয়ে কথা বলেন। ইউক্রেনের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতার লড়াইয়ে যুক্তরাজ্য যতক্ষণ প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে ব্যাপক সমর্থন দিয়েছেন যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন। নজিরবিহীন সমর্থনের জন্য ইউক্রেনে বরিস জনসন ‘বরিস জনসনিউক’ হিসেবে পরিচিত। ইউক্রেনের মহীমা ব্যক্ত করে তিনি বক্তব্য শেষ করেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেওয়ার আগেও বরিস জনসন রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করে বক্তব্য দেন। পুতিনকে তিনি ‘নির্মম’ এবং ‘বিশ্বের জন্য ভীতিকর’ বলে উল্লেখ করেন।

বরিস জনসনের বিদায়ে রাশিয়ার রাজনীতিকরা আনন্দ প্রকাশ করেছেন। তারা বলছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্রের জোগান দেওয়া জনসনের করুণ বিদায় ঘটেছে। সূত্র: আল জাজিরা