ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

0
166

অনলাইন ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয়ের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ভারতকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন পিয়াস আহমেদ নোভা আর ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরক্রিত সিং।
ম্যাচে বাংলাদেশ গোল করে এগিয়ে যায় ম্যাচের ২৯ মিনিটে। ইমরান খানের লংবল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ের প্লেসিংয়ে গোল করেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা।

ভারত ম্যাচে ফিরে এসেছিল ৩৫ মিনিটে। তবে ৪৫ মিনিটে বাংলাদেশ পেনাল্টি পেলে নোভা গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বাংলাদেশকে।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু স্কোরবোর্ডের সংখ্যা আর বদলায়নি। ম্যাচটি ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। দুইবার ম্যাচে হয়েছে হাতাহাতি। দুইবার ভারতের খেলোয়াড়রা বাংলাদেশের একাধিক খেলোয়াড়কে ধাক্কা দিয়েছেন।

বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে। এই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো বাংলাদেশ।