ফুটবল-বিশ্বকাপ: ব্রাজিল-জার্মানির কাতারে জাপান

0
158

নিজস্ব প্রতিবেদক : গতরাতে দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের মুখোমুখি হয়েছিলো স্পেন ও জাপান।
স্পেনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের দুই গোলে ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে জাপান। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে একই ঘটনা ঘটিয়েছিলো জাপান।
জার্মানির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের দুই গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় জাপান।
বিশ^কাপ এক আসরে দুই ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের গোল করে ম্যাচ জয়ের রেকর্ডের তৃতীয় দল জাপান।
এর আগে ১৯৩৮ সালের বিশ্বকাপে দুই ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়েও, দ্বিতীয়ার্ধের গোলে ম্যাচ জিতেছিলো ব্রাজিল।
১৯৭০ সালের বিশ^কাপে নিজেদের দুই ম্যাচে ম্যাচের প্রথমার্ধে গোল হজমের পর্যন্ত ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারে জার্মানি।