চট্টগ্রামে হজ ফ্লাইট ছাড়তে বিলম্ব, যাত্রীদের দূর্ভোগ

0
474

নিজস্ব প্রতিবেদক: পূর্ব ঘোষণা ছাড়া বিলম্ব করায় চরম দুর্ভোগে পড়েছে বাংলাদেশ বিমানের চারশ হজ যাত্রী। হজ যাত্রীদের নিয়ে শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল বাংলাদেশ বিমানের সেই ফ্লাইটটির।

কিন্তু নির্ধারিত সময়ে বিমান না আসায় বিকেল ৪ টায় সৌদির উদ্দেশ্যে বিমানটি যাত্রা করে। বিলম্বে বিমান ছাড়ায় চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
বিমান বন্দর সুত্রে জানা যায়, শনিবার দুপুর ১টা ১০ মিনিটে হজ যাত্রীদের নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইটটি চট্টগ্রাম আসতে পারেনি। প্রায় চার ঘন্টা বিলম্বের পর বিকেলে ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে রওনা দেয়।

ওই ফ্লাইটের হজ যাত্রী মীর আহমেদ সওদাগর বলেন, ফ্লাইট ছাড়তে বিলম্ব হবে তা জানিয়ে দিলে দেরি করে বিমান বন্দরে আসতাম। কিন্তু বিমান কর্তৃপক্ষ এ বিলম্বের কথা জানায়নি। এতে করে চরম দূর্ভোগে পড়তে হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here