২১ আগস্টের মাইক্রো-জেনোসাইড

0
339

মোহাম্মদ আবদুল হান্নান খান : অপরাধ আইনে ক্রিমিনাল কন্সপিরেসি বলে একটা কথা আছে। কোনো ষড়যন্ত্র, চক্রান্তের কারণে ঘটনা ঘটলে সেটা দৃশ্যমান হয়। কিন্তু ষড়যন্ত্র সহজে দৃশ্যমান হয় না। সেটা বের করতে হয়। এ জন্য তদন্ত প্রয়োজন। অন্যান্য উপায়ও অবলম্বন করতে হয়।

বাংলাদেশ ১৯৭১ সালে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে। কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালে যেমন একদল লোক পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে, তাদের নানাভাবে সহায়তা দিয়েছে_ ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পরও তারা সকলে চুপ হয়ে যায়নি। একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্বাসন-পুনর্গঠনের জন্য নিরলস পরিশ্রমের পাশাপাশি বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায় ও মর্যাদা বাড়ানোর জন্য কাজ করে গেছেন, অন্যদিকে চলেছে চক্রান্ত_ বাংলাদেশের ভেতরে ও বাইরে। তারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি। এ কারণেই লিপ্ত হয়েছে ক্রিমিনাল কন্সপিরেসিতে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার জন্যও এ ধরনের ষড়যন্ত্র হয়েছে। এ ষড়যন্ত্রের সঙ্গে দুটি পক্ষ জড়িত ছিল_ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি এবং কিছু বিপথগামী সেনা অফিসার। ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে নৃশংসভাবে হত্যার পরও কেন তাৎক্ষণিক দৃশ্যমান প্রতিবাদ হলো না, সে প্রশ্ন বরাবরই ছিল। এর পেছনে কাজ করেছে ষড়যন্ত্র। গোটা দেশ শোকাহত ছিল। বহু মানুষ নীরবে অশ্রুপাত করেছে। আমরা দেখি, যে সৌদি আরব ও চীন বঙ্গবন্ধুর অনুরোধ ও নানাবিধ চেষ্টার পরও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, তারাই দ্রুত খুনি মোশতাক-ফারুক-রশিদ চক্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়, বাংলাদেশ ও নতুন সরকারকে স্বীকৃতি প্রদান করে। যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আসে। বাংলাদেশ বেতার রেডিও বাংলাদেশ হয়ে যায়, জয় বাংলা স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ হয়ে যায়। বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্র নাকচ করে দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। পাকিস্তানের বিভিন্ন শহরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে মিষ্টি বিতরণ করা হয়। সে দেশের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ‘ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশকে’ ৫০ হাজার টন চাল উপঢৌকন দেওয়ার ঘোষণা দেন। এসবই ছিল ক্রিমিনাল কন্সপিরেসির ফল।

বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোশতাক আহমদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। জিয়াউর রহমান এটাকে বৈধতা দেন। তিনি খুনিদের বিভিন্ন দেশের দূতাবাসে নিয়োগ দিয়ে তাদের সরকারের অংশ করে দেন। পরে এইচএম এরশাদ এবং খালেদা জিয়াও তাদের কর্মকাণ্ডকে বৈধতা প্রদান করেন। ভারতে মহাত্মা গান্ধী ও ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে। পাকিস্তানে লিয়াকত আলী খানকে হত্যা করা হয়েছে। কিন্তু কোথাও হত্যার বিচার বন্ধ করার জন্য ঘাতকদের ইনডেমনিটি বা দায়মুক্তি দিয়ে আইন পাস করানো হয়নি। আমাদের আরও দুর্ভাগ্য যে, কুখ্যাত ইনডেমনিটি কেন সংবিধানবহির্ভূত হবে না, কেন জাতির জনক ও রাষ্ট্রপতির ঘাতকদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা চরম অন্যায় ঘোষণা হবে না_ সে জন্য সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে কোনো রুল জারি করেননি। আমরা এটাও জানি, ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতির জনক হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া হয়। জেলহত্যার উদ্যোগ নেওয়া হয়। আমি এ দুটি চাঞ্চল্যকর মামলার প্রধান তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের জন্য কোনো বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেননি। রাতারাতি আত্মস্বীকৃত খুনিদের বিচার সম্পন্ন ও রায় কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বরং তিনি স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেন। তার পিতা, মাতা, ভাই, ভাইদের স্ত্রী ও নিকটাত্মীয়দের হত্যা করা হয়েছে। তিনি বিচার চাইতেই পারেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো জাতির পিতা। তার হত্যাকাণ্ডের বিচার দাবি করে অনেকেরই এগিয়ে আসা উচিত ছিল। বিচার বিভাগও এর বাইরে নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। আমাদের ২১ বছর অপেক্ষা করতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বিচার প্রক্রিয়া শুরু করে। কিন্তু বিএনপি ২০০১ সালের অক্টোবরে ক্ষমতায় এসে বিচার প্রক্রিয়া থামিয়ে দেয়। এ সময়ে তাদের ক্ষমতায় আসার সঙ্গী ছিল জামায়াতে ইসলামী, যাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন রায়ে বারবার সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করা হয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর পাঁচ বছরের দুঃশাসনের সময় ১৯৭১ সালের কুখ্যাত আলবদর বাহিনীর সংগঠক দল জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে অগ্রণী ভূমিকা নিতে দেখা যায়। তারা বিএনপিকেই পরিচালিত করতে থাকে। সে সময়ে কথা উঠেছিল, কুকুরে লেজ নাড়ায় না_ বরং লেজই কুকুরকে নাড়ায়। জামায়াতে ইসলামীই বিএনপিকে পরিচালিত করছিল। ১৯৯৬ সালে ক্ষমতা হারিয়ে তারা বুঝতে পেরেছিল, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ফের বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। অর্থনীতিতে গতি এসেছে। খাদ্যে বহু দশক পর দেশটি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। যমুনায় বঙ্গবন্ধু সেতু চালু হয়েছে। এ অবস্থায় বিএনপি-জামায়াতে ইসলামী সজাগ হয়ে যায়। তারা ফের চক্রান্ত শুরু করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ই তারা যশোরে উদীচীর অনুষ্ঠানে, রমনা বটমূলের পহেলা বৈশাখের বিশাল আয়োজনে, পল্টনে কমিউনিস্ট পার্টির জনসভায়, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ভয়ঙ্কর বোমা হামলা চালায়। এসবও ক্রিমিনাল ষড়যন্ত্রের পরিণতি। ২০০৪ ও ২০০৫ সালের নৃশংসতা ছিল তারই ধারাবাহিকতা। আরও স্পষ্ট করে বললে এসব ছিল ১৯৭৫ সালের পরম্পরা। ২০০৪ সালের ২১ আগস্ট পল্টনে আওয়ামী লীগের সমাবেশে হামলা চালানো হয় দুটি লক্ষ্য সামনে রেখে_ এক. শেখ হাসিনাসহ আওয়ামী লীগের গোটা নেতৃত্বকে নিশ্চিহ্ন করা; দুই. জনসভায় উপস্থিত দলের নেতা-কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষকে হত্যা করা। এত বড় অপারেশন চালানোর জন্য যে ষড়যন্ত্র, তা বাস্তবায়নে সহায়ক শক্তি দরকার পড়ে। বিএনপি-জামায়াত সরকারই ছিল সে শক্তি। বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তি ১৯৯৬ সালের পর ফের অনুকূল পরিবেশ পেয়ে যায়।

২১ আগস্টের গ্রেনেড হামলা পরিচালনার জন্য বিশদ পরিকল্পনা প্রণয়ন করা হয়। বিএনপির মন্ত্রী ও দলীয় নেতাদের উপস্থিতিতে একের পর এক বৈঠক হয়, যাতে রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিল। কীভাবে হামলা হবে, হামলাকারীদের পালানোর পথ কী হবে, আইন-শৃঙ্খলার দায়িত্ব কাদের ওপর থাকবে, তারা কী ভূমিকা নেবে_ এসব কিছুই আগেভাগে ঠিক করা হয়। আমরা বলতে পারি, এটা ছিল মাইক্রো-জেনোসাইড। পৃথিবীর ইতিহাসে বড় বড় যুদ্ধ হয়েছে আগেভাগে ঘোষণা দিয়ে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃত্বকে নিশ্চিহ্ন করার জন্য প্রস্তুতি চলে সবার অগোচরে। মহাত্মা গান্ধীকে হত্যার সময় অন্য কোনো টার্গেট ছিল না। লিয়াকত আলী খানও ছিলেন একক টার্গেট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডিকেই লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। তার স্ত্রী পাশে থাকলেও তাকে গুলি করা হয়নি। কিন্তু ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের লক্ষ্য ছিল বাংলাদেশকে ফের পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়া। আওয়ামী লীগ সে সময়ে বিরোধী দলে। তারা যাতে ফের জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসতে না পারে, সে জন্য একযোগে দুটি টার্গেট নির্ধারণ করা হয়_ আওয়ামী লীগের নেতৃত্ব এবং জনসভায় যোগ দেওয়া সাধারণ মানুষ। এই সাধারণ মানুষও বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, সেটা স্বাধীনতার শত্রুরা ভালোভাবেই জানত। ১৯৭৫ সালে যারা ষড়যন্ত্র করেছিল, তারাই প্রকৃতপক্ষে ছিল ১৯৭১ সালের ষড়যন্ত্রকারীদের উত্তরসূরি। ১৫ আগস্ট, ১৭ আগস্ট (২০০৫ সালে একযোগে ৬৩ জেলায় জেএমবির বোমা হামলা) ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীও প্রকৃতপক্ষে একই পক্ষভুক্ত। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিসানে যে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা হয়, সেটা শেখ হাসিনার সরকার আগেভাগে জানতে পারেনি। কিন্তু হামলার পর এ সরকার ক্ষিপ্রতার সঙ্গে সন্ত্রাসীদের দমন করে। এর পেছনে কারা জড়িত, ষড়যন্ত্র কীভাবে হয়েছে, তা অনুসন্ধানে নেমে পড়ে। আর এ কারণেই জঙ্গি অপশক্তিকে দমন করা সহজ হয়ে যায়। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তার কারণে পরবর্তী সময়ে আরও অনেক সন্ত্রাসী হামলা রুখে দেওয়া সম্ভব হয়েছে। এর সর্বশেষটি ছিল ধানমণ্ডি ৩২ নম্বরে ১৫ আগস্টের শোক দিবসের অনুষ্ঠানে যোগদানকারীদের ওপর হামলার পরিকল্পনা নস্যাৎ করা। সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় শেখ হাসিনার সরকারের দৃঢ়তা যে প্রশংসিত হচ্ছে, সেটা বুঝতে তাই সমস্যা হয় না।

অথচ ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে হামলার পর ক্ষমতাসীন বিএনপি-জামায়াতে ইসলামী সরকারকে কার্যকর ভূমিকায় দেখা যায়নি। এত বড় সন্ত্রাসী অভিযান, কিন্তু কেবল একটি মামুলি কেস দায়ের হয়েছে। অপরাধের আলামত মুছে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির নামে প্রহসন করেছে। জজ মিয়া নাটকের অবতারণা করেছে। এমন নৃশংস হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের ওপরেই চাপিয়ে দিতে নতুন করে ষড়যন্ত্র আঁটা হয়েছে। বাস্তবে প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও বিচারে সোপর্দ করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কোনো আদালত সুয়োমোটো দায়ের করেননি। সে সময়ের সরকারের নীরবতা বোধগম্য। কারণ ষড়যন্ত্রকারীরা তো ছিল বিএনপি-জামায়াতে ইসলামীর ঘরেই। এটাও মনে রাখা দরকার যে, ওই ঘটনার দিনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার দায়িত্বে যারা ছিলেন, তাদের পরে নানাভাবে পুরস্কৃত করা হয়েছে।

আমরা আরও একটি বিষয়ে দৃষ্টি ফেলতে পারি। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, স্বাধীনতার সপক্ষের শক্তির বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, তারা প্রভাবশালী। তাদের নিয়ন্ত্রণে রয়েছে অগাধ অর্থ-বিত্ত। সামাজিকভাবেও তারা সুপ্রতিষ্ঠিত। রাজনৈতিক অঙ্গনে রয়েছে তাদের বিচরণ। জিয়াউর রহমান ও খালেদা জিয়া খুনিদের নানাভাবে পুরস্কৃত করেছেন। খালেদা জিয়া আলবদর বাহিনীর দুই প্রধান নেতাকে মন্ত্রী করেছিলেন। এইচএম এরশাদ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফারুককে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে সব ধরনের সহায়তা দিয়েছিলেন। তাকে ‘জাতির উদ্দেশে’ ভাষণ দিতে দিয়েছিলেন। খালেদা জিয়া বঙ্গবন্ধুর আরেক খুনি রশিদকে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা করেছিলেন।

এদের ষড়যন্ত্র কি থেমে গেছে? রাজনৈতিক ক্ষমতা দখলের প্রচেষ্টা থেকে কি তারা থেমে গেছে? এটা ভাবার কোনো কারণ নেই। তারা ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করেছে। একটানা ৯০ দিন হরতাল-অবরোধ করা হয়েছে। এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হয়েছে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের মতো ‘পটপরিবর্তনের’ অপচেষ্টা থেমে নেই। এই অপশক্তির সঙ্গে আন্তর্জাতিকভাবে সক্রিয় ধর্মীয় জঙ্গিবাদী গোষ্ঠী সংযোগ স্থাপনের জন্য সর্বদা সক্রিয়। শেখ হাসিনার সরকারের বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের কারণে তারা সফল হতে পারছে না। কিন্তু ‘পটপরিবর্তনের’ জন্য তারা যে মরিয়া, তাতে সন্দেহ নেই। আমাদের এটাও মনে রাখতে হবে যে, তারা ক্ষমতায় আসার জন্য অনেক মাইক্রো-জেনোসাইড ঘটাতে পারে, যেমন ঘটিয়েছিল ২০০৪ সালের ২১ আগস্ট। এই ঘৃণ্য কৌশল যে তাদের রপ্ত আছে।

প্রধান তদন্ত কর্মকর্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here