নেপথ্য অপশক্তিরও সাজা হোক

0
359

বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড নতুন নয়; কিন্তু ২০০৪ সালের ২১ আগস্ট যেভাবে প্রকাশ্য জনসভায় মুহুর্মুহু গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চলেছিল, তা নজিরবিহীন। যদিও জাতির জনককে সপরিবারে হত্যা করা হয়েছিল, জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে কারা অভ্যন্তরে; প্রকাশ্য দিবালোকে জনসভায় গ্রেনেড হামলা ছিল অচিন্তনীয়। অস্বীকার করা যাবে না যে, গ্রেনেড হামলার ঘটনায় কুখ্যাত জঙ্গি মুফতি হান্নানের নেতৃত্বাধীন একটি ধর্মান্ধ গোষ্ঠী সরাসরি যুক্ত ছিল। কিন্তু এটাও এখন প্রমাণিত যে, সে সময়ে ক্ষমতাসীনদের একটি অংশ তাতে সক্রিয়ভাবে সমর্থন-সহযোগিতা দেয়। তারা ঘাতকদের রক্ষার চেষ্টা চালায়। আমরা জানি, শেখ হাসিনার প্রতি অন্ধকারের শক্তিগুলোর আক্রোশ পুুরনো। পরিবারের সবাইকে হারিয়েও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তিনি যখন আওয়ামী লীগের হাল ধরেছিলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও জনবিরোধী শক্তি বারবার তাকে হত্যা করতে চেয়েছে। এসব সত্ত্বেও ১৯৯৬ সালে তার নেতৃত্বে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং দেশকে বহু বছর পর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলেন। দুর্ভাগ্যজনকভাবে পরবর্তী মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ধর্মান্ধ চরমপন্থি গোষ্ঠীগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেতে থাকে। শেখ হাসিনাকে তারা পথের বাধা মনে করে এবং এ জন্য তাকে হত্যার জন্য তারা একাধিকবার ব্যর্থ চেষ্টা চালায়। ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জনসভা. যশোরে উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় সম্মেলন এবং ঢাকার রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ পালনের অনুষ্ঠানে পরিচালিত ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার সঙ্গেও যুক্ত ছিল একই অপশক্তি। আশার কথা, বাংলাদেশের জনগণ ধর্মের নামে এ ধরনের নিষ্ঠুরতা মেনে নেয়নি। ২০০৮ সালের নির্বাচনে বিপুল বিজয় লাভ করে আওয়ামী লীগ। আমরা দেখছি, তার সরকারের টানা দুই মেয়াদে অন্ধকারের অপশক্তিকে নির্মূল ও নিয়ন্ত্রণে নিরলস প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে বঙ্গবন্ধুর ঘাতকদের অনেকে তাদের কৃতকর্মের ফল পেয়েছে। বাকিরাও পালিয়ে বেড়াচ্ছে স্বাভাবিক জীবন ও জগৎ থেকে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারও এ দেশের মাটিতে সম্পন্ন করা সম্ভব হয়েছে। একুশ আগস্ট গ্রেনেড হামলার দুই আসামি জামায়াতে ইসলামীর নেতা যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও হুজি নেতা মুফতি হান্নানও ইতিমধ্যে অন্য দুই মামলায় ফাঁসিতে ঝুলেছে। আমরা দেখতে চাই, একুশ আগস্ট হামলায় আহত ও নিহতদের স্বজনরাও বিচার পেয়েছেন। ইতিমধ্যে যথেষ্ট বিলম্ব হয়েছে। এখন দ্রুততম সময়ের মধ্যে ঘাতকদের শাস্তি নিশ্চিত করতে হবে। কেবল হামলা পরিচালনাকারীরা নয়, এর নেপথ্যের অপশক্তিকেও শনাক্ত ও শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় এ ধরনের হত্যাকাণ্ডের ঝুঁকি এবং রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণতান্ত্রিক প্রক্রিয়া বিনষ্ট করার ঝুঁকি থেকেই যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here