‘নায়করাজের সব কাজ সংরক্ষণ করা হবে’

0
325

জলসা ডেস্ক: নায়করাজ রাজ্জাকের সব কাজ সংরক্ষণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এফডিসিতে নায়করাজের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, নায়করাজ রাজ্জাকের সব কাজ সংরক্ষণ করা হবে যাতে নতুন প্রজন্ম তার কাজ সম্পর্কে জানতে পারে।
এফডিসিকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নায়কের মরদেহ নেয়া হয়। এখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মী, চলচ্চিত্র শিল্পী, নায়কের ভক্ত-অনুরাগীরা। এফডিসিতে প্রথম শ্রদ্ধা শেষে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। সোমবার দুপুর তিনটায় গুলশানের আজাদ মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে দাফন করা হবে বনানী কবরস্থানে।

সোমবার সন্ধ্যা ৬টা ১২মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নায়করাজ রাজ্জাক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here