মালদ্বীপের পার্লামেন্ট দখল করেছে সেনাবাহিনী

0
326

ম্যাগপাই নিউজ ডেস্ক: মালদ্বীপের জাতীয় পার্লামেন্টের স্পিকারের অভিশংসন বন্ধ করতে দেশটির সেনাবাহিনী পার্লামেন্ট ভবন দখলে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

বিরোধী দল মালদ্বিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা ইমতিয়াজ ফাহমি মঙ্গলবার টুইটারে একটি ভিডিও বার্তায় এ কথা জানান। খবর দ্য গার্ডিয়ানের।
ভিডিওতে তিনি বলেন, সাদা পোশাকে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা পার্লামেন্ট ভবন ঘেরাও করে রেখে এতে জনপ্রতিনিধিদের প্রবেশে আটকে দেয়।
এমডিপির আরেক আইনপ্রণেতা ইভা আবদুল্লাহ বলেন, পরবর্তীতে এমপিদের পার্লামেন্টের ভেতরে ঢুকতে দিলে তারা ভেতরে গিয়ে সেনা পরিবেষ্টিত অবস্থায় স্পিকার আবদুল্লাহ মাসীহ মোহাম্মদকে দেখতে পান।
তিনি বলেন, প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের ঘনিষ্ঠজন স্পিকার মাসীহ তার প্রতি আনা অনাস্থা ভোট বন্ধ করতে অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here