পাটকেলঘাটা রাকিব অটো রাইচ মিল মালিকের বিরুদ্বে পরিবেশ দূষণের অভিযোগ

0
486

ধ্বংষ হচ্ছে মৎস্য ঘের,স্বাস্থ্যহীনতা এলাকাবাসী

মো. রিপন হোসাইন, পাটকেলঘাটা: পাটকেলঘাটা থানার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উত্তরপাশে কাপাসডাঙ্গা রাকিব অটো রাইচমিলের বর্জ্য পদার্থ পাশ্ববর্তী খালের স্বনির্ভর খালে ফেলানোর কারনে পরিবেশ মারাত্বক ভাবে দূষিত হচ্ছে। এই বিষক্ত পানি মৎস্য ঘেরে প্রবেশ করে মাছ চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া পাশ্ববর্তী অবস্থিত কাপাসডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু পেশা ভিক্তিক মাধ্যমিক বিদ্যালয়ে কোমল মতি শিক্ষাথী দের স্বাস্থ্যহানি ঘটছে। বাতাসের অনুকূলে রাইচমিলে বিষাক্ত ছাই পাশ্ববর্তী আশাননগর,নগরঘাটা,শামনগর,মিঠাবাড়ী,ভৈরব নগর সহ আশপাশে এলাকার জনসাধরনসহ পথচারীদের ক্ষতি হয়। পরিবেশের মারাত্বক দূষণ থেকে বাচার জন্য তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর গনস্বাক্ষর পূবক লিখিত অভিযোগ করেছে এলাকাবাসি। এদিকে পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে স্থানীয় এলাকাবাসী মঙ্গলবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু পেশা ভিক্তিক মাধ্যমিক বিদ্যালয়ে এক জরুরী মতবিনিময় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন, অব: শিক্ষক গিরিচ চন্দ্র রায় আক্তারুজ্জামান,মনোরজ্ঞন মন্ডল, সাংবাদিক মফিদুল ইসলাম, ইউপি সদস্য আ: সামাদ,লক্ষী কান্ত,কালিপদ মন্ডল,বিশ্বজিৎ,অরবিন্দু,এড.কিনোকৃজ্ঞ,আ: রব,প্রফুল্ল ,জাহাঙ্গীর আলম,অমল কুমার,কার্তিক সরকার,কৃজ্ঞপদ, সহ শতাধিক গ্রামবাসী।
এ ব্যাপারে নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বলেন, এলাকার মানুষের পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে উর্দ্বতন কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here