পাইকগাছায় ৯০ দরিদ্র নারীকে সাবলম্বী করতে মুরগী পালনের উপর প্রশিক্ষণ সম্পন্ন

0
366

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছায় দরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে ৯০ নারীকে সোনালী মুরগী পালনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) প্রশিক্ষণ কক্ষে ৬ দিনে ৩ ধাপে ৯০ নারীকে প্রশিক্ষণের শেষ দিন ছিল বুধবার। বিআরডিবি’র হল রুমে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র অর্থায়নে ও উপজেলা পরিষদের আয়োজনে সর্বশেষ ধাপে গত দু’দিনে ৩০ নারী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুনের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্তের পরিচালনায় সমাপনী দিনের মূল্যায়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রশিক্ষক ডাঃ জাহিদ ইকবাল, জাইকা প্রতিনিধি আসমাউল হুসনা, পাইকগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, ক্রীড়া সম্পাদক এস,এম, বাবুল আক্তার, সাংবাদিক আলাউদ্দীন রাজা, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল খালেক গাজী, প্রশিক্ষণার্থী কাকলী সরকার ও আবু হাসান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here