‘বন্যাদুর্গত ৫০ লাখ পরিবার পাবে ১০ টাকা দরের ৩০ কেজি করে চাল’

0
486

নিজস্ব প্রতিবেদক: বন্যায় দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দুর্গত এলাকার কোনও মানুষই না খেয়ে থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বন্যাদুর্গতদের বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে; আরও করা হবে। বন্যাদুর্গত ৫০ লাখ পরিবার ১০ টাকা কেজি দরের ৩০ কেজি করে চাল দেওয়া হবে। হতদরিদ্রদের ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।’

শনিবার (২৬ আগস্ট) বিকালে বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে জেলা প্রশাসন আয়োজিত ত্রাণ ও ধানের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সেবা করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। আপনারা মনোবল হারাবেন না। মনে রাখবেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। আপনারা যাতে সুন্দরভাবে বাঁচতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও স্কুল-কলেজ দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে দেওয়া হবে। বন্যায় আক্রান্ত মানুষের জন্য মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। জমি হারানো কৃষকদের জমি ও ঘর তৈরির জন্য অর্থ দেওয়া হবে।

শেখ হাসিনা বলেন, ‘বন্যায় যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের বীজ দেওয়া হবে, তাদের সুদমুক্ত কৃষি ঋণও দেওয়া হবে।’

যমুনা, বাঙালি ও করতোয়া নদীর ভাঙন রোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের উন্নতি হয়। মানুষকে খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান নিয়ে চিন্তা করতে হয় না।’

শেখ হাসিনা বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যখন দেশবাসীকে ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখাচ্ছিলেন, ঠিক তখন ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা দুই বোন দেশের বাইরে থাকায় বেঁচে যাই। জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের ছয় বছর দেশে ফিরতে দেননি। তিনি ইনডেমনিটি অ্যাক্ট করে খুনিদের রক্ষা করেছেন; খুনিদের দেশে-বিদেশে চাকরি দিয়ে পুনর্বাসিত করেছেন।’

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট সবাইকে হারিয়েছি; আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। আপনাদের মাঝে বাবা-মার স্নেহ-ভালোবাসা খুঁজে পাই। তাই সুখে-দুখে আপনাদের পাশে দাঁড়াই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির শাসনামলে জঙ্গির উত্থান হয়; বাংলা ভাইয়ের সৃষ্টি হয়। ২০১৩ সালে দেশের বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস করা হয়েছিল। বগুড়ায় আওয়ামী লীগ সভাপতিকে সপরিবারে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। ২০১৪ সালে সরকার উৎখাতের নামে দেশের ৫৮২টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়। নির্বিচারে গাছ কেটে ফেলা হয়। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আগুন দিয়ে প্রকৌশলীকে হত্যা করা হয়। তবে জনগণ সোচ্চার হওয়ায় আগুন সন্ত্রাস বন্ধ হয়।’

খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভাবতে অবাক লাগে, একটি দলের নেত্রী মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করেন। আর তার স্বামী জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধে আইন করেন; চিহ্নিত খুনিদের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেন।’

জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নান, ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক সুদীপ কুমার রায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাদারা মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

ত্রাণ ও চারা বিতরণ শেষে প্রধানমন্ত্রী সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে সুধী সমাবেশে মতবিনিময় করেন। পরে তিনি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here