পুলিশ বাহিনীকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

0
488

রাজশাহী প্রতিনিধি : পুলিশ বাহিনীকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এ বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
এর আগে, বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে বেলা ১০টায় সারদা পুলিশ একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমপানী কুচকাওয়াজে অংশ নেন এবং অভিবাদন গ্রহণ করবেন তিনি।

এসময় প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা দেখানোর জন্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজশাহীতে সফরের সূচি অনুযায়ী বাংলাদেশ পুলিশ একাডেমিতে এই কর্মসূচির পরে দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বেলা ২টায় পবার হরিয়ানে রাজশাহী চিনিকল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

এছাড়া রাজশাহী সফরকালে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ছয়টি প্রকল্পের উদ্বোধন ও বাকি ২১টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here