মনিরামপুর এলাকায় একটানা বৃষ্টিতে জনজজীবন দুর্ভোগে চারিদিকে পানি আর পানি

0
1475

উত্তম চক্তবর্ত্তী: যশোরের মনিরামপুর এলাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগে চারিদিকে পানি আর পানি উপজেলাবাসী .দূঃভোগের শেষ নেই । গতকাল রবিবার থেকে পরিমাণে কখনও কম, আবার কখনও বেশি । তবে এই বৃষ্টিতে একপ্রকার গৃহবন্দি হয়ে পড়েছে উপজেলাবাসী । খুব প্রয়োজন ছাড়া তেমন কেউ বের হচ্ছেন না । পেশার তাগিদে বা জরুরী কাজে যারা বের হচ্ছেন, জলাবদ্ধতার কারণে না পেয়ে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে মানুষের ।

সরেজমিনে দেখা গেছে, মনিরামপুর এলাকায় স্কুল , কলেজ ,হাসপাতাল ,কমলিত শিশুদের স্কুলে য়েতে বাধা ৷ অধিকাংশ রাস্তাায় জলাবদ্ধতা তৈরি হয়েছে । এসব এলাকার অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছে । বন্ধ দেখা গেছে বাজার সহ অভিজাত অনেক বিপণীবিতান ।
এদিকে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রিকশা, মাহেন্দ্র ও ইজিবাইক চালকরা যাত্রীদের খুব দূঃভোগ ।
উপজেলার অধিকাংশ স্কুল-কলেজ- শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম । যারা অফিস-আদালতে গেছেন, তাদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে ।
এক চাকরী জিবী বলেন, বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়াই দায় । তারপরও অফিসে তো যেতেই হবে, সে কারণে ঘর থেকে বের হওয়া । অবিরাম বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে মানুষের চরম সমস্যা হচ্ছে । তবে উপজেলার ত্রলাকায় ত্রকটানা বৃষ্টিতে মাছের ঘের ভেসে ত্রকাকার হয়ে গেছে ৷ এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায বৃষ্টি হচ্ছে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here