স্যামসাংয়ের প্রধান নির্বাহীর পদত্যাগ

0
346

প্রযুক্তি ডেস্ক: দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের অন্যতম প্রধান নির্বাহী কর্মকর্তা ওউন ও-হিউন পদত্যাগ করছেন। তিনি জানিয়েছেন, বেশ কিছু সময় ধরে তিনি অবসরের কথা ভাবছিলেন।

২০১৮ সালের মার্চে স্যামসাংয়ের বোর্ডের সদস্য হিসেবে মেয়াদ শেষ হচ্ছে ওউনের। তিনি আর নির্বাচন করবেন না বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।

ঘুষ ও দুর্নীতির অভিযোগে গত আগস্ট মাসে স্যামসাং গ্রুপের উত্তরাধীকারী লি যে ইয়ংয়ের পাঁচ বছরের জেল দেয়া হয়। রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার সদ্য সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের বান্ধবী চোই সুন-সিলকে ৩৬ মিলিয়ন ডলার পরিমাণ অর্থ অনুদান হিসেবে দিয়েছেন- এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here