চাকরীর নিশ্চয়তা, বেতন বৈসম্য দূরিকরনসহ সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে ফারিয়ার মানববন্ধন

0
559

নিজস্ব প্রতিবেদক : চাকরীর নিশ্চয়তা, বেতন বৈসম্য দূরিকরন, সরকারি ও সাপ্তাহিক ছুটি ও ফারিয়াকে সরকারি অনুমদনসহ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেছে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) । যশোর ফারিয়ার নাঈমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সভাপতি সোহেল বিশ্বাস, সংগঠনের যশোর জেলা ও খুলনা বিভাগীয় সাধারন সম্পাদক মোস্তাফিজ আকাশসহ যশোর শহরের কর্মরত সকল কোম্পানির প্রতিনিধিগন।

সংগঠনের যশোর জেলা ও খুলনা বিভাগীয় সাধারন সম্পাদক মোস্তাফিজ আকাশ বলেন, আমরা এই পেষাতে ২লাখ ৩০ হাজার শিক্ষিত যুবক কর্মরত থাকলেও সরকার তার কোন নীতিমালা প্রণয়ন করে নাই, বর্তমান সময়ে বাংলাদেশের ঔষধ সেক্টর দেশের প্রবৃদ্ধি উন্নয়নের অন্যতম বড় উৎস্য হলেও সেই সেক্টরের কর্মরত চাকুরিজীবীদেরকে বিনা নোটিশে চাকরি থেকে অব্যহতি দেয় কোম্পানি মালিকরা। তিনি মানববন্ধন থেকে সরকারের কাছে জোর দাবি জানান, তাদের চাকরীর নিশ্চয়তা, বেতন বৈসম্য দূরিকরন, সরকারি ও সাপ্তাহিক ছুটি ও ফারিয়াকে সরকারি অনুমদনসহ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সুনির্দিষ্ট নীতিমালার প্রনয়ন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here