আপনিও ঘুরে আসুন চাঁদ অথবা মঙ্গল থেকে, তাও বিনা খরচায়!

0
385

ম্যাগপাই নিউজ ডেস্ক : এবার যে কেউ ভ্রমণ করতে যেতে পারবেন মহাকাশে৷ ঘুরে বেড়াতে পারবেন গ্রহ থেকে গ্রহাণুপুঞ্জে, নামতে পারবেন চাঁদের মাটিতে৷ কোনও গ্রহ পছন্দ না হলে, ফের উড়ান অন্য গ্রহে৷ অবাক হচ্ছেন তো, এটা সত্যি কিন্তু হতে চলেছে৷ সৌজন্যে গুগল ম্যাপ৷

সম্প্রতি এমন ঘোষণাই করেছে গুগল৷ তাদের পক্ষ থেকে বলা হয়েছে ভার্চুয়াল ভ্রমণ হলেও, এই অভিজ্ঞতা তাদের অন্য দুনিয়ায় নিয়ে যাবে৷ এবার গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ের সাহায্যে সেখানে পৌঁছে যেতে পারবেন আপনি।  গুগল জানিয়েছে, মহাকাশে পাঠানো বিভিন্ন উপগ্রহের সাহায্যে প্রজেক্টটি তৈরি করা হয়েছে৷ মোট বারোটি গ্রহ ও বেশ কয়েকটি উপগ্রহের সফর করতে পারবেন আপনি এই ভার্চুয়াল মহাকাশ ভ্রমণে।
এছাড়াও সাহায্য নেওয়া হচ্ছে ইউরোপীয় স্পেস এজেন্সির৷

এই সংস্থার নভশ্চর থমাস পেসকেট আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছয় মাসেরও বেশি সময় কাটিয়ে এসেছেন। শুধু তাই নয়, তিনি জিরো গ্র্যাভিটিতে থেকে স্ট্রিট ভিউ তুলে এনেছেন। সেই ছবি গুলিই সকলের স্বাদ পূরণ করতে সাহায্য করবে৷

সেই ছবিগুলিই গুগল ম্যাপে দেওয়া হবে, যাঁরা মহাকাশ স্ট্রিট দেখতে চান তারা সহজেই গুগল ম্যাপে সার্চ করলে, তা দেখতে পাবেন।   গুগলের দলটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে মিলে হাউস্টনের জনসন স্পেস স্টেশনে ও মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে কাজ করেছে। শক্তিশালী ডিএসএলআর ক্যামেরা দিয়ে গোটা কর্মকাণ্ড শ্যুট করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here