আম্ফানের তাণ্ডব : কলকাতা বিমানবন্দর নয় যেন এক নদী!

0
437

অনলাইন ডেস্ক : আম্ফানে লণ্ডভণ্ড ভারতের দক্ষিণবঙ্গের একাংশ! ঝড়ের ধ্বংসলীলা থেকে রেহাই পায়নি কলকাতা বিমানবন্দরও৷

যে কারো পক্ষে বোঝা মুশকিল এ কলকাতা বিমানবন্দর, নাকি কোন এক নদী! রানওয়ে থেকে শুরু করে হ্যাঙার, শুধু পানিতে থইথই করছে৷

বুধবার সন্ধ্যায় আম্ফান ধ্বংসলীলা চালায় বিমানবন্দরেও। হ্যাঙার ভেঙে পড়েছে বলে জানা গেছে৷এয়ার ইন্ডিয়ার ওই হ্যাঙারে একটি বিমানও রাখা ছিল৷তবে বিমানের কোনও ক্ষতি হয়নি৷
তবে অন্যান্য হ্যাঙারগুলোর অবস্থা খুবই খারাপ৷সবকিছু ঠিকঠাক করতে সময় লাগবে বলেই জানা গেছে৷

এদিকে, দুমড়ে-মুচড়ে গেছে শহর। ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর অবস্থা আরও খারাপ। শিকড় উপড়ে রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে গাছ। তীব্র ঝড়ে নির্বিচারে ভেঙেছে পোস্ট।

এরমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানালেন, আম্ফানের তাণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কলকাতায় ১৫ এবং হাওড়ায় ৭ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকেই গাছ পড়ে বা বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন।-এই সময়, নিউজ এইট্টিন