ইয়েমেনে আবার মার্কিন হামলা:নিহত ৭

0
580
মার্কিন সেনাদের ফাইল ফটো

ম্যাগপাই নিউজ ডেস্ক : ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশে মার্কিন বাহিনী আবার হামলা চালিয়েছে। আকাশ ও স্থলপথে চালানো এ হামলায় অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সমর্থন নিয়ে এ হামলা চালানো হয়েছে। মার্কিন বাহিনী দাবি করেছে, তারা আল-কায়েদার একটি ভবনে হামলা চালায়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “এ অভিযানের সময় মার্কিন বাহিনী ক্ষুদ্রাস্ত্র ও নিঁখুত বিমান হামলার মাধ্যমে আরব উপদ্বীপে তৎপর আলে-কায়েদার সাত সদস্যকে হত্যা করেছে।” মার্কিন সেনারা আগে থেকে পাওয়া কোনো তথ্যের ভিত্তিতে এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সেনাদের ফাইল ফটো

এর আগে, গত ২৯ জানুয়ারি মার্কিন বাহিনী ইয়েমেনের আল-বাইদা প্রদেশে এ ধরনের একটি হামলা চালিয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেটা ছিল ইয়েমেনে মার্কিন বাহিনীর কথিত আল-কায়েদা বিরোধী প্রথম অভিযান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here