উত্তরাঞ্চলে বন্যার্তদের সাহায্যে নতুন এলাকায় সেনা

0
466
নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় সেখানকার বন্যা দুর্গতদের সাহায্যের জন্য নতুন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

সরকারের নির্দেশে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য মঙ্গলবার কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ে প্রয়োজনীয় স্পিড বোট ও উদ্ধার সামগ্রীসহ সেনাবাহিনী মোতায়েন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

পূর্বে মোতায়েনকৃত দিনাজপুর, গাইবান্ধা, রংপুর ও সৈয়দপুরে সেনাসদস্য ও উদ্ধার সরঞ্জামাদি বাড়ানো হয়েছে।

আইএসপিআর জানায়, উত্তরাঞ্চলের বন্যাকবলিত এলাকায় বর্তমানে সেনাবাহিনীর ২৮ প্লাটুন সেনাসদস্য মোতায়েন রয়েছে। আজ পর্যন্ত ওইসব এলাকা থেকে সেনাবাহিনী এক হাজার ৭৮৫ জনকে উদ্ধারসহ বিপুল পরিমাণ গবাদি পশু ও গৃহস্থালি সামগ্রী উদ্ধার করেছে।

এছাড়াও সেনাবাহিনী সৈয়দপুর ও গাইবান্ধায় ভেঙে যাওয়া বাঁধ নির্মাণে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিচ্ছে।

সেনাবাহিনী নিবিড়ভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বন্যা দুর্গত এলাকায় যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে আইএসপিআর জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here