ঐতিহ্যবাহী যশোর নাভারন ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন”

0
727

আরিফুজ্জামান আরিফ : যশোরের ঐতিহ্য বাহী নাভারন ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।

রবিবার(২৮মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মূখর পরিবেশে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।  নির্বাচনে তিনটি পদের বিপরীতে শহিদুল-আমিনুর-সোলাইমান এবং আসাদুজ্জামান-শাহানাজ-ইসমাইল নামে দুইটি প্যানেল প্রতিদন্দ্বিতা করেন।

১১’শ ৬৩ জন ভোটারের মধ্যে ৫’শ ২১জন ভোটাধিকার প্রয়োগ করে। ১টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। নির্বাচনে শহিদুল-আমিনুর-সোলাইমান প্যানেল বিজয়ী হয়। আমিনুর রহমান দোয়াত-কলম মার্কা ৩০৪, শহিদুল ইসলাম মন্টু আম মার্কা ২৯৩, সোলাইমান ব্যাপারী ছাতা মার্কা ২৮০, আসাদুজ্জামান ফুটবল মার্কা ২২৫, ইসমাইল হোসেন শান্তি মাছ মার্কা ২১৮, শাহানাজ পারভীন মোরগ মার্কা ২১৭ টি ভোট পেয়েছে।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল।
উল্লেখ্য যে প্রতিষ্ঠানটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here