কেশবপুরে ২ ভাটা মালিকের ৬ মাসের জেল ৫০ হাজার টাকা করে জরিমানা

0
433

উৎপল দে,কেশবপুর(যশোর): কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ইট পোড়ানোর অভিযোগে রোমান ব্রিকসের মালিক সিদ্দিকুর রহমান ও জামান ব্রিকসের সত্ত্বাধিকারী মমতাজ বেগমকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাস করে জেল ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম জেল প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বারুইহাটি মোড়ে রোমান ব্রিকসে ইট উৎপাদনের জন্যে ভাটা মালিক সিদ্দিকুর রহমান ভাটায় আগুন দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে ভাটা মালিক সিদ্দিকুর রহমানকে আটক করে ৬ মাসের জেলসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, ভোগতী মোড়ে অবৈধভাবে স্থাপিত জামান ব্রিকসে ইট পোড়ানো শুরু করে। খবর পেয়ে একই দিন জামান ব্রিকসের সত্ত্বাধিকারী মমতাজ বেগমকে ও ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমান ওই দুই ভাটা মালিককে জেল ও জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র জমা না দিয়ে রোমান ব্রিকস ও জামান ব্রিকসের সত্ত্বাধিকারী সিদ্দিকুর রহমান ও মমতাজ বেগম ইট পোড়ানোর অপরাধে তাদের প্রত্যেককেই ৬ মাস করে জেল ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম জেল প্রদান করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহাজাহান আহম্মেদ জানান, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here