ঝিনাইদহে সুগার মিল কর্মচারীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

0
360

ঝিনাইদহ প্রতিনিধি : সর্বনিম্ন ৮ হাজার ৭’শ ৫০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ৫’শ টাকা প্রারম্ভিক মজুরী নির্ধারণের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে চিনিকল শ্রমিকেরা। সোমবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শ্রমিকেরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শ্রম-ব্যবস্থাপনা সুসম্পর্ক ও উৎপাদন এবং উৎপাদনশীলতার ধারবাহিকতা বজায় রাখার স্বার্থে শ্রমিকদের ন্যায্য দাবী সর্বনিম্ন ৮ হাজার ৭’শ ৫০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ৫’শ টাকা প্রারম্ভিক মজুরী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারণ করে জাতীয় মজুরী স্কেল ঘোষণা করতে হবে। পরে তারা তাদের দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট পেশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here