নববর্ষকে স্বাগত জানিয়ে বিদ্রোহী সাহিত্য পরিষদের আলোচনা সভা ও শোভাযাত্রা

0
676

প্রেসবিজ্ঞপ্তি ॥ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদ বৃহস্পতিবার বিকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে। শোভাযাত্রাটি প্রেসক্লাব যশোর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরে গিয়ে শেষ হয়। পরে উপস্থিত সকলে নববর্ষের মিষ্টিমুখ করানো হয়।
শোভাযাত্রার আগে বিকালে প্রেসক্লাব যশোরে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক সামসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন বিশিষ্ট কলামিষ্ট আমিরুল ইসলাম রন্টু, কবি নাসির নজিরী, কবি পদ্মনাভ অধিকারী, ড. কবি শাহনাজ পারভীন, কবি নাইম নাজমুল, কাজী রকিবুল ইসলাম, নূরজাহান আরা নীতি, আবুল হাসান তুহিন, আহমদ রাজু, শাহরিয়ার সোহেল, ডা. অমল কান্তি সরকার, তুহিন হাসান, গোলাম রসূল, আহমেদ মাহাবুব ফারুক,আব্দুল আলিম, মমিনূর রহমান, আরশি গাইন, এসএম শরিফুল আলম, আকরাম হোসাইন, রেজাউল করিম রোমেল, শেখ রোকাইয়া ইসলাম, মেহেদি হাসান সবুজ, রাকিবুল হাসান রানা, তাকজিনা খাতুন, সুমন বিশ্বাস, নাসির উদ্দিন, এমজি এ কাজল, শংকর নিভানন, নজরুল ইসলাম, কানাচে কবি তোফাজ্জেল হোসেন, সোহেলী সুলতানা, আতিকুর রহমান, রবিউল ইসলাম মিটু, অধ্যাপক মো. জাহাঙ্গীর, ফরহাদ বিশ্বাস, শাম্মী আকতার সাথী, শ.ম আব্দুস সাত্তার, আমিরুজ্জামান, হাতেম আলী সরদার, কমলেশ চক্রবর্তী, রেজা মন্ডল, অ্যাড. মাহমুদা খানম,মোস্তানূর ইসলাম স্বাক্ষর প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here