পদদলনের ঘটনায় তদন্ত কমিটি

0
665

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র সদ্য প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীরকে প্রধান করে সোমবার রাতে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, নগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা, গণপূর্ত উপ বিভাগের প্রকৌশলী এসএম শাহরিয়ার নেওয়াজ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

উল্লেখ্য, শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিবীদ এবিএম মহিউদ্দিন চৌধুরী। তার কুলখানি উপলক্ষে বন্দর নগরীর ১২টি কমিউনিটি সেন্টারে লক্ষাধিক লোকের জন্য ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। সোমবার দুপুরে মেজবানে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৪০ জন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here