পরমাণু যুদ্ধ হলে দায়ী আমেরিকা

0
404

আন্তর্জাতিক ডেক্স :  কোরীয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য আমেরিকাকেইে দোষী মানছে উত্তর কোরিয়া।

একইসঙ্গে নিজের পরমাণু অস্ত্রভাণ্ডারকে ‘সর্বোচ্চ গতিতে’ সমৃদ্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কিম জং উনের দেশ।

দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ নৌমহড়ার কথা উল্লেখ করে উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রকের একজন মুখপাত্র বলেছেন, গত অর্ধশতকের বেশি সময় ধরে তাদের দেশের সঙ্গে আমেরিকার সংঘাত চলছে। তবে সাম্প্রতিক মহড়ার পর কোরীয় উপদ্বীপ পরমাণু যুদ্ধের যতটা কাছাকাছি পৌঁছেছে এর আগে কখনও এমনটা হয়নি।

এই মুখপাত্র আরও বলেন, পিয়ংইয়ং-এর উপর আমেরিকার অব্যাহত চাপ প্রয়োগের প্রেক্ষাপটে উত্তর কোরিয়া সর্বোচ্চ গতিতে নিজের পরমাণু অস্ত্র শক্তিশালী করবে।

এছাড়া, উত্তর কোরিয়ার কাছে ‘শক্তিশালী পরমাণু অস্ত্র’ থাকার কারণেই অন্যান্য দেশে আমেরিকা যে আগ্রাসন চালায় তা উত্তর কোরিয়ার উপর চালাতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতি সময়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে উত্তেজনা তুঙ্গে। পুরোপুরি যুদ্ধপ্রস্তুতি নিয়ে মার্কিন রণতরী দাঁড়িয়ে আছে কোরীয় উপদ্বীপে। মার্কিন সরকারের পক্ষ থেকে বহুবার বলা হয়েছে, পিয়ংইয়ং-এর বিরুদ্ধে ‘সব ধরনের ব্যবস্থা নেওয়ার’ পথ খোলা রাখা হয়েছে। প্রতিউত্তরে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here