পাইকগাছায় ৩১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১১টিতে দপ্তরী নিয়োগ পরীক্ষা সম্পন্ন : সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ

0
325

নিজস্ব প্রতিবেদক, (পাইকগাছা): পাইকগাছায় ৩১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে ১১টি বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কর্তৃত্ব না থাকায় ৬ সদস্য নিয়োগ বোর্ডের সদস্য ম্যানেজিং কমিটির সভাপতি কয়েকজন হাজির হননি। ইতোমধ্যে নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। নিয়োগ কমিটির সদস্য সচিব শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম বলেন, পরীক্ষায় গোপনীয়তা রক্ষার জন্য সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।
ইতোমধ্যে এ নিয়োগকে কেন্দ্র করে কোটি টাকার উর্দ্ধে অর্থ বাণিজ্যের আশঙ্কা করা হচ্ছিল। বিশেষ ক্ষমতাধর ব্যক্তি, সুবিধাভোগী চক্র, এমনকি ম্যানেজিং কমিটি সংশ্লিষ্টদের দিকে এ ইঙ্গিত করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। পুর্ব ঘোষনানুযায়ী ১২ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দপ্তরী কাম নৈশ প্রহরী পদের বিপরীতে ২৭৫ জন প্রার্থী আবেদন করেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে নিয়োগ প্রত্যাশী প্রার্থীসহ তাদের স্বজনরা দীর্ঘদিন ধরে চেষ্টা তদ্বীর করে আসছেন এবং প্রতি পদে ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থের প্রতিযোগিতায় নেমেছেন বলে জানিয়েছেন। এমন অভিযোগ রয়েছে, একটি প্রতিষ্ঠানের একাধিক প্রার্থীর কাছ থেকে অর্থ গ্রহণ করা হয়েছে। ক্ষমতাধর বিশেষ ব্যক্তিরা নিয়োগ বাণিজ্যে ছড়ি ঘুরাচ্ছেন বলে জানা গেছে। এ বিষয়ে নিয়োগ কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম পরীক্ষার সব ধরণের প্রস্তুতি গ্রহন করা হয়েছিল বলে জানান। সর্বশেষ শনিবার ৩১টি বিদ্যালয়ের মধ্যে ১১টি বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নিয়োগ কমিটির সভাপতি মোঃ ফকরুল হাসান গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, পরীক্ষায় গোপনীয়তা রক্ষার জন্য আজকের পরীক্ষায় কোন সাংবাদিককে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা থেকে বিরত রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here