বন্যায় ভাসছে উত্তরাঞ্চল, ১৪ জনের মৃত্যু

0
385

নিজস্ব প্রতিবেদক: ভারি বর্ষণ ও উজানের ঢলে দেশের ২১ টি জেলায় বন্যা দেখা দিয়েছে। দিনাজপুর ও লালমনিরহাটে চার শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে।রবিবার দেশের মধ্য, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর ২৫ টি পয়েন্টে পানি বিদপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তলিয়ে গেছে বসতবাড়ি ও রাস্তাঘাট।বন্ধ হেয়ে গেছে বাস ও ট্রেন চলাচল। কয়েকটি জেলায় বেড়িবাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকছে। পানিবন্দি মানুষ ভীষণ দুর্ভোগ পোহাচ্ছে।


দুর্গত মানুষ শহর রক্ষা বাঁধ, স্কুল-কলেজসহ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রচণ্ড পানির চাপে বাঁধটি হুমকির মুখে পড়েছে। উদ্ধার তৎপরতা চালাতে দিনাজপুর ও নীলফামারীতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here