বিস্কুট কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

0
377

নিজস্ব প্রতিবেদক : যশোরে একটি ফুড প্রোডাক্টের কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বুধবার দুপুরে শহরতলীর শানতলা তাসলিমা ফুড প্রোডাক্টের কারখানায় এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে নোংরা পরিবেশে বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ বিভিন্ন মালামাল ব্যবহার করা হচ্ছে। কারখানাটির পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই-এর ছাড়পত্র নেই। কর্মচারীদের স্বাস্থ্য সনদও নেই। এ সব অপরাধে কারখানা কর্তৃপক্ষকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।’
আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here