মহাকাশে ২ বছরের গোপন অভিযান শেষে ফিরল মার্কিন মহাকাশ খেয়া

0
330

ম্যাগপাই নিইজ ডেক্স : মার্কিন মহাকাশ খেয়া এক্স-৩৭বি অরবিটাল টেস্ট ভেহিক্যাল বা ওটিভি দু’বছরের বেশি মহাকাশে গোপন অভিযান শেষে আমেরিকায় ফিরে এসেছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার কেনেডি মহাকাশ কেন্দ্রে এটি নেমেছে বলে টুইটার বার্তায় জানিয়েছে মার্কিন বিমান বাহিনী।

এ নিয়ে চতুর্থ দফা গোপন মিশন পরিচালনা করল এ মহাকাশ খেয়া। ১৯৯৯ সালে এ প্রকল্প শুরু হলেও ২০০৪ সালে একে গোপন কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে প্রকল্পটি মার্কিন বিমান বাহিনীর কাছে তুলে দেয়া হয়। ২০১০ সাল থেকে কক্ষপথে গোপন মিশন শুরু করে এটি। এসব মিশনের প্রকৃতি সম্পর্কে কোনো আভাষ দেয়া হয়নি।

অবশ্য, বিশেষজ্ঞরা বলছেন, এক্স-৩৭কে নতুন প্রযুক্তির পরীক্ষা এবং গোয়েন্দা উপগ্রহ স্থাপনের কাজে লাগানো সম্ভব। এ সব কৃত্রিম উপগ্রহ অস্ত্র সজ্জিতও হতে পারে। অবশ্য পেন্টাগন দাবি করছে, অস্ত্রসহ কৃত্রিম উপগ্রহ স্থাপনের কোনো পরিকল্পনায় এক্স-৩৭ জড়িত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here