যশোরে জঙ্গী সন্দেহে গ্রেফতার হওয়া খাদিজার রিমান্ড শুনানি পিছিয়েছে

0
466

বিশেষ প্রতিনিধি: যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ একটি জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার রাজধানীতে হলি আর্টিজান হামলার অন্যতম হোতা নিহত মারজানের বোন খাদিজা আক্তারের রিমান্ড শুনানির তারিখ পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে খাদিজা আইনজীবী নিয়োগের জন্য সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। আগামী ২৩ অক্টোবর আদালত পরবর্তী রিমান্ড শুনানির দিন ধার্য করেন। মারজানের বোন খাদিজা নব্য জেএমবির সদস্য বলে পুলিশের দাবি। গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ অক্টোবর যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ মসজিদপাড়ার একটি ফ্ল্যাট থেকে পুলিশ তিন শিশু সন্তানসহ খাদিজা খাতুন নামে এক গৃহবধূকে গ্রেফতার করে। পরদিন পুলিশ খাদিজাকে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকরাম হোসেনের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত ১৯ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করে খাদিজাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।সে অনুযায়ী পুলিশ গতকাল বৃহস্পতিবার খাদিজাকে যশোর সদর আমলি আদালতে হাজির করে। আটকের দিনই খাদিজার দুটি শিশু সন্তানকে নানা-নানির হেফাজতে দেয় পুলিশ। তবে দুই বছরের শিশু রাজু দুগ্ধপোষ্য হওয়ায় খাদিজার কাছেই তাকে রাখা হয়। কোর্ট পুলিশ পরিদর্শক -২ রোকসানা খাতুন সাংবাদিকদের জানান, কোর্টে হাজিরার সময় শিশু রাজু খাদিজার সাথে ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here