যশোরে ডাকাতি প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র বোমা উদ্ধার ॥ ৫ দূবৃর্ত্তর বিরুদ্ধে মামলা

0
463

বিশেষ প্রতিনিধি : শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ জনৈক জাহেদা ইসলামের বাড়ির সামনে ফাকা ছাদের উপর থেকে পুলিশ নাশকতা কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে সমাবেত হওয়া সন্ত্রাসীদের দেশীয় অস্ত্র,হাত বোমা,লোহার রড ও একটি বাঁশের লাঠি উদ্ধার করে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। যশোর কোতয়ালি থানায় কর্মরত এসআই হাসানুর রহমান বাদি হয়ে পলাতক ৫জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও ডাকাতি প্রস্তুতি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে,যশোর শহরের ঘোপ জেলরোডস্থ জাহেদার বাড়ির ভাড়াটিয়া খোকন ড্রাইভারের ছেলে রিপন, ঘোপ জেল রোডের জাহাঙ্গীরের ছেলে রাসেল,একই রোডের মৃত কুদ্দুসের ছেলে আকাশ, মন্টু মিয়ার ছেলে বিল্লাল ও সুজনসহ অজ্হাতনামা আরো ৩/৪জন।
এসআই হাসানুর রহমান বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন,রোববার রাত পৌনে ১২ টায় শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ জনৈক জাহেদা ইসলামের বাড়ির ফাকা ছাদের উপর খবর পান উল্লেখিত আসামীরা সংঘবদ্ধ হয়ে কোন রোডে ও বাসা বাড়িতে ডাকাতি করার প্রস্তুতি হিসেবে অস্ত্রশস্ত্র অবস্থান করছে। দ্রুত ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় তাদের ফেলা যাওয়া দেশীয় অস্ত্র ২টি হাত বোমা উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here