যশোরে পালিত হচ্ছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী

0
717

এম আর রকি: ভোর রাত থেকে বেজে উঠলো স্বাধীনতার গান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীন বাংলার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। জাগ্রত হয়ে উঠে সকাল। আশপাশ ও দূর থেকে ভেসে আসে রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই গান। আজ মঙ্গলবার মহান এই নেতা শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, যশোর সাংবাদিক ইউনিয়ন,প্রেসক্লাব যশোর,জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ,সৈনিকলীগ,বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার,মহিলা আওয়ামীলীগ,শ্রমিক লীগ,যুব মহিলালীগ,চালকলীগ,সমবায় লীগ,তরুণলীগ,স্বেচ্ছা সেবক লীগ,মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ তার অঙ্গসংগঠন ও সরকারি আধা সরকারী শায়িত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা ও কর্মচারীরা সকালে কালোব্যাজ বুকে ধারণ করে। পরে ফুলের ডালা সাজিয়ে সারিবদ্ধভাবে শহরের গরীবশাহ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ম্যুরালে আসেন। এখানে জেলা প্রশাসন,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ এর পর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যশোর জেলার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার এইচ এস এম আব্দুর রব,কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন,জেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিলন,জেলা সহ-সভাপতি আলহাজ্ব এসএম মাহমুদুল হাসান, উপজেলা সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ কর্মী ও সমর্থক। যশোর-৩ আসনের সংসদ কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামীলীগের ব্যানারে জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ,সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু,যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী,সাধারণ সম্পাদক পৌর মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার,ছাত্রলীগের সভাপতি রওশন ইকলাব শাহী,সাধারণ সম্পাদক ছাল ছাবিল আহমেদ জিসান ও অঙ্গ সংগঠনের ব্যানারে পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা নিদেবন করা হয়।এছাড়া,জেলার ৮ উপজেলার ৯টি থানার প্রায় সহ¯্রাধিকস্থানে সকাল থেকে মাইক,সাউন্ড বাজিয়ে কোরআন তেলোয়াত ও দেশাত্ববোধক গান বাজিয়ে বাঙ্গালীকে জাগিয়ে তোলা হয়। শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার পাড়া মহল্লায় কুরআন খতম,মিলাদ,দোয়া ও তাবারক বিতরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর কোতয়ালি মডেল থানাধীন ৫ নং উপশহর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ, ও ছাত্রলীগ এর যৌথ উদ্যোগে ৭ নং ওয়ার্ডের মেম্বর খায়রুল বাশারের নেতৃত্বে ছাত্রলীগের সাবেক সভাপতি জাবের হোসেন জাহিদ,আরিফুল ইসলাম আরিফ,মনিরুজ্জামান বাবু,সিরাজুল ইসলাম সজল,রিমন উপশহর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল থেকে কাঙ্গালী ভোজের আয়োজন করেন। এখানে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ নওশের আলীসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের ঘোপ ৩ নং ওয়ার্ডের জেলরোড পুরাতন প্রাইভেট স্ট্যান্ডের সামনে শহর যুবলীগের সদস্য জাহিদ হাসান জলিলের উদ্যোগে সকালে খিচুরী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। এখানে যশোর-৩ আসনের সংসদ কাজী নাবিল আহমেদ,জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন খিচুড়ী বিরতণের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করেন। দুপুরে জেল রোড জামে মসজিদে দোয়া মাহফিলের আলোজন করা হয়। গোটা যশোরে কমপক্ষে এক সহ¯্রাধিক স্থানে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুরআন খতম,মিলাদ,দোয়া ও তাবারক বিতরণের ব্যবস্থা গ্রহনের কথা শোনা গেছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here