যশোরে সন্ত্রাসী ভাইপো রাকিব ও আব্দুল গফুরের বিরুদ্ধে অস্ত্র আইনে দু’টি মামলা

0
825

বিশেষ প্রতিনিধি,(যশোর) : যশোরে অস্ত্র গুলিসহ ভাইপো রাকিব ও আব্দুল গফুর আটকের ঘটনায় কোতয়ালি থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। এরা হচ্ছে, যশোর শহরের শংকরপুর পশু হাসপাতালের পিছনে কাজী তৌহিদ ওরফে তৌহিদ কাজীর ছেলে ভাইপো রাকিব ও সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত মোকছেদের ছেলে আব্দুল গফুর। গ্রেফতারকৃত দু’ সন্ত্রাসীর কাছ থেকে বিদেশী পিস্তল,ওয়ান স্যুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কোতয়ালি থানার এসআই হাসানুর রহমান জানান,১৭ জুন শনিবার সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটের সময় গোপন সূত্রে খবর পেয়ে শংকরপুর মুরগীর ফার্মের গেটের সামনে থেকে ভাইপো রাকিবকে গ্রেফতারকরে। এসময় তার দখল হতে আমেরিকার তৈরী পিস্তল ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ জানায়,ভাইপো রাকিবের বিরুদ্ধে অর্ধ ডজ্জন হত্যাসহ ১৮টি মামলা কোতয়ালি থানায় রয়েছে। অপরদিকে,কোতয়ালি থানার এসআই আমিনুর রহমান শনিবার দিবাগত গভীর রাত রোববার রাত ২ টা ৪৫ মিনিটের সময় সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রী কলেজের উত্তর পাশের রফি উদ্দিনের দোকানের সামনে থেকে আব্দুল গফুরকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ১টি ওয়ান স্যুটারগান,১রাউন্ড গুলি উদ্ধার দেখায়। রোববার দুপুরের গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here