যশোরে ৫৭-ধারা বাতিলের দাবিতে সাংবাদিকদের রাজপথে অবস্থান কর্মসূচি

0
441

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোলে সাংবাদিক আজিজুল হককে শারীরিক নির্যাতন করায় জড়িতদের আইনানুগ শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজনে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত করেছে। এ অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর ইসলাম।
এসময় কর্মসূচিতে বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাবেক সহ-সভাপতি মোস্তফা রুহুল কুদ্দুস, প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ মো. আকরামুজ্জামান, এস এম সোহেল প্রমুখ। কর্মসূচিতে আরো উপস্হিত ছিলেন সাংবাদিক, ফটো সাংবাদিক সহ ইউনিয়ন নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে বক্তৃতাকালে সাংবাদিক নেতারা বলেন, বিতর্কিত ৫৭ ধারা গণমাধ্যমকে আটকানোর জন্যেই করা হয়েছে। এই আইনের মাধ্যমে প্রতিনিয়ত হয়রানি নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। সে কারণে অবিলম্বে ৫৭ ধারা বাতিল ও সাংবাদিকদের সুরক্ষায় আইন করার দাবি জানান নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here