যশোর জেলা পরিষদ উপ-নির্বাচন: আ’লীগের সমর্থন পেলেন পিকুল

0
456

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা পরিষদ চেয়ারম্যান উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান পিকুলকে দলের সমর্থন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমর্থনের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভায় সর্বসম্মতিক্রমে যশোর জেলা পরিষদ চেয়ারম্যান উপনির্বাচনে সাইফুজ্জামান পিকুলকে দলের সমর্থন দেওয়া হয়।

যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১৬ এপ্রিল যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২১ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ সময় এবং প্রতীক বরাদ্দের সময় ধার্য ৩০ মার্চ।

আসন্ন উপনির্বাচনে যশোরের আট উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, মেম্বার-সংরক্ষিত মহিলা মেম্বারসহ এক হাজার ৩৩২ জন জনপ্রতিনিধি তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর যশোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শাহ হাদিউজ্জামান। তবে শপথ গ্রহণের পরে গত ১৯ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। সেই থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান-১ আবদুল খালেক।

নির্বাচন কমিশন উপনির্বাচনে তারিখ ঘোষণা করলে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক নেতাদের দলীয় মনোনয়ন পেতে আবেদন করতে বলা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত দলীয় নেতারা মনোনয়নের আবেদন জমা দেন। এর পর সন্ধ্যায় দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাইফুজ্জামান পিকুলকে মনোনয়ন দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here