সচিবের ছেলে মিশু হত্যা: ৫ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

0
441

ঢাকা প্রতিনিধি : রাজধানীর কাফরুলে সাবেক পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুর উদ্দিনের ছেলে মহিউদ্দিন মিশু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। আজ সোমবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় ঘোষণা করেন।

এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হুমায়ুন কবির, আবুল কালাম, তরিকুল ইসলাম, ইসহাক ও কালাম।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাসেম, রাজা ও বাদশা।

২০০৬ সালের ১৯ মে আসামিরা মিশুকে অপহরণ করে পাবনা জেলার আতাইকুলা গ্রামে নিয়ে যায়। এ সময় তারা ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়। ওই ঘটনায় ২০০৬ সালের ১৩ জুলাই কাফরুল থানায় মামলা দায়ের করেন মিশুর বাবা নুর উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here