‘৭ই মার্চের ভাষণ’ ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ স্বীকৃতিতে যশোরে আনন্দ মিছিল

0
1078

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ই মার্চ ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে মিছিলটি বের হয়। বাদ্যযন্ত্রের তালে তালে শহরে বের হওয়া মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার। এসময় উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, বর্তমান সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ।
বাঙালীর স্বাধীনতা যুদ্ধের মহাগুরুত্বপূর্ণ ১৮ মিনিটের ভাষণটিকে আন্তর্জাতিক এই স্বীকৃতিকে স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মীরা আনন্দে মেতে ওঠে। একই সাথে যশোরের মনিরামপুর, ঝিকরগাছা, বাঘাড়পাড়া, শার্শা ও চেীগাছায়ও আনন্দ মিছিল ও সংখিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩০ অক্টোবর ইউনেস্কো জাতির জনকের ভাষণটিকে ঐতিহাসিক দলিলের স্বীকৃতি দেয়। এরপর তিন দিনের কর্মসূচি পালন করে যশোর জেলা আওয়ামী লীগ। কর্মসূচির শেষ দিনে শহরে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিল বের হওয়ার আগে শহরের চিত্রা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার।
উল্লেখ ইউনেস্কোর ‘মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ এর আগে বিশ্বের ৭৭টি ঐতিহাসিক নথি ও প্রামাণ্য দলিল ‘ডকুমেন্টরি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি পায়। এর সাথে গত ৩০ অক্টোবর বাঙালির স্বাধীনতা সংগ্রামের সেই বজ্রকণ্ঠের স্বপ্নের ডাক ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ভাষণটি যুক্ত করা হয়েছে।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল হিসাবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় সোমবার দুপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শার্শার বাগআঁচড়ায় ছাত্রলীগের এক আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুনলো প্রদক্ষিন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে এ সময় আন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, কায়বা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল,  সাধারণ সম্পাদক মিলটন হাসান, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব পল্টু, সহ-সভাপতি হাসান,  সাধারণ সম্পাদক মেহেদি হাসান অপু, উপজেলা ছাত্রলীগ নেতা শিপলু ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here